শিরোনাম
◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০১:৫৭ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তাদের অনুসারীরা কী ধরনের আচরণ করছে তার উপর

সাঈদ ইফতেখার আহমেদ

সাঈদ ইফতেখার আহমেদ: অনেকের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইসলাম বিদ্বেষী’ রাষ্ট্র হিসেবে পরিচিত। কিন্তু আমি কখনো শুনিনি যে এ দেশে মুসলমানদের ঈদের নামাজ বা জুম্মার জামাতে পুলিশ পাহারা বসাতে হয়েছে। আবার এমনও শুনিনি যে, নারীদের পোশাকের কারণে এ দেশে মুসলমানদের ধর্ম পালনে সমস্যা হচ্ছে। মুসলমানদের প্রতি সরকারের অবস্থান বা নীতির কারণে, অথবা নারীর পোশাক নিয়ে সমস্যা হবার জন্য কোনো মুসলমানকে এ দেশ থেকে চলে যেতেও শুনিনি। বরং দেখা গেছে ‘ইসলামপন্থী’ বা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন, তাদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

অপর দিকে, অনেকের কাছে বাংলাদেশ হলো ‘সাম্প্রদায়িক সম্প্রীতির’ দেশ। কিন্তু ছোটকাল থেকেই দেখে আসছি, প্রতি বছরই দুর্গাপূজা সম্পন্ন করবার জন্য পুলিশ পাহারার প্রয়োজন হচ্ছে। সম্প্রীতির দেশ হলে উৎসবে পুলিশ পাহারার প্রয়োজন হচ্ছে কেন? ধর্মীয় উৎসব  এক্সক্লুসিভ উৎসব। এটি সর্বজনীন নয়। ধর্ম যার উৎসব তারই। স্বেচ্ছায় কেউ ভিন্ন ধর্মের উৎসবে যোগদান করতে পারেন, এটি তার নিজস্ব বিষয় এবং ব্যক্তিসাধীনতা। মূল বিষয় হলো যে যে ধর্ম পালন করুক না কেন, অন্য ধর্মালম্বীদের ধর্ম পালনের স্বাধীনতাকে সম্মান করা। অন্য দেশ থেকে নেতিবাচক উদাহারণ টেনে এনে নিজ দেশের নেতিবাচক কাজকে জায়েজ না করা; সম্ভব হলে বিশ্বের সামনে ইতিবাচক উদাহারণ তৈরি করা। 

সবাই তাদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মনে করেন। ধর্মের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তাদের অনুসারীরা কী ধরনের আচরণ করছে তার উপর। কেননা ভিন্ন ধর্মের লোকজন আপনার ধর্ম গ্রন্থে কি লিখা আছে তা দেখতে যাবে না। আপনার ধর্মের শ্রেষ্ঠত্ব নির্ভর করছে আপনার কথায়, কাজে, আচরণে এবং সহিষ্ণুতায়। আপনি আচরণে শ্রেষ্ঠ হন, আপনার ধর্মের শ্রেষ্ঠত্ব এমনি প্রমাণিত হয়ে যাবে। বাংলাদেশে এখন শরৎ ঋতু। সবাইকে শরতের শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়