শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০২:১১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকলের জন্য নিশ্চিতভাবেই অপেক্ষা করছে ভয়ঙ্কর এক আগামী!

আর রাজী

আর রাজী: কে বা কারা তাতে কিছুই যায় আসে নাÑযদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতেই থাকে, তাহলে সে বা তারা অনিবার্যভাবে নষ্ট হবেই, স্বৈরাচার হয়ে উঠবেই। এই স্বৈরাচারী শাসকরা যাই করে তার লক্ষ্য থাকে নিজের বা নিজেদের আরও আরও দীর্ঘকাল ক্ষমতাসীন রাখা। নিজ রাষ্ট্রজনদের বিরুদ্ধে হেন ষড়যন্ত্র নাই যা তারা করে না। এমনকি জোর বা কৌশল করে ক্ষমতায় থাকা এই স্বৈরাচারেরা রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে, বাধিয়ে দিতে পারে ভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ। 

অধিকাংশ ক্ষেত্রে এই স্বৈরাচারেরা বিপ্লব, বিদ্রোহ, উপল্লব বা অভ্যূত্থানে বিদায় নিতে বাধ্য হয়। বিদায়ের পর বেরিয়ে পরে গোপন কারাগার, গণকবর, নির্যাতনের নানান আয়োজন। লুকিয়ে রাখা অর্থনৈতিক দুর্দশা, নীতি-নৈতিকতার অবক্ষয়, সামাজিক বিশৃঙ্খলা, মানুষের আত্মপরতা, জিঘাংসা সব সব একযোগে বেরিয়ে এসে অরাজক এক দিশেহারা পরিস্থিতিতে ফেলে দেয় রাষ্ট্রজনদের।

এই কথাগুলো ইতিহাসের প্রামাণ্য শিক্ষা। অস্বীকারের জো নাই কোনো। খেয়াল করে দেখুন, আপনিও জানেন এই সত্য। তারপরও কিছু মানুষ ইতিহাসের শিক্ষাকে গোপন করে, আত্মশ্লাঘায়, অলীক সব কল্পনায় মানুষের জীবনকে, সম্ভবত সকল সৃষ্টিকেই বিপদগ্রস্ত করে ফেলে। অথচ আপনি আপনার জানাকে আড়ালে রেখে বিশ্বাস করতে চান, একনায়কের অলীক কথামালায়। আর আপনি আশা করতে থাকেন, একটা ক্ষমতাচোর বা ক্ষমতাডাকাত স্বৈরাচার আপনার জন্য, আপনার সন্তানদের জন্য ভাল কিছু হয়তো করবেন! হায়, আপনার এবং আপনাদের-আমাদের সকলের জন্য নিশ্চিতভাবেই অপেক্ষা করছে ভয়ঙ্কর এক আগামী! 

লেখক: সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়