শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লৈঙ্গিক পরিচয় সানজিদা-কৃষ্ণাদের সম্ভাবনাকে দাবিয়ে রাখতে পারেনি

সাবিনা শারমিন

সাবিনা শারমিন: কোনো খেলা কারো বাপ-দাদার দান করা সম্পত্তি নয়। নারী সাফ ফুটবলে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অনেকেই বিজয়ী নারীদের বাঘিনী বলতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি, বাঘ কি সকল সময়ে মঙ্গলের প্রতীক?

শক্তির প্রতীক বোঝানোর জন্য অন্য কোন প্রাণীর সাথে তুলনা করে শক্তি প্রমাণ করার কী  দরকার আছে? আমি বলবো এরা বাংলার দামাল, দস্যু, দুরন্ত মেয়ে। এরা ফুলের বিছানায় জন্মগ্রহণ করে বাবা কিংবা সোয়ামীর দান নেয়নি। এরা কাচের টুকরো বিছানো রাস্তায় হেঁটে রক্তাক্ত হয়েও ক্ষান্ত  হয়নি, থেমে যায়নি। মেয়ে হয়ে জন্মগ্রহণ করে এরা হীনমন্যতায় ভোগেনি। লৈঙ্গিক পরিচয় তাদের সম্ভাবনাকে দাবিয়ে রাখতে পারেনি। তাই তারা স্রোতের বিপরীতে নাও ভাসানো লোক, নারী, সর্বোপরি মানুষ।

প্রশংসায় ভাসাতে হলে তাদের ডেকে এনে এদের চলার পথের বাঁধা অতিক্রমের গল্প শুনুন। এদের প্রত্যকের মা'কে সামনে নিয়ে আসুন। এদের বাবাকে সামনে নিয়ে আসুন। সামনে নিয়ে আসুন এদের মেন্টরকে, এদের কোচকে। সামনে নিয়ে আসুন এদের এলাকার মুয়াজ্জিন ইমামকে। যারা এই দামাল মেয়েগুলোকে বাল্য বিবাহ দেয়নি। সেই মসজিদের ইমামকে নিয়ে এসে জিজ্ঞেস করুন পাঁচ বছরের শিশু কন্যা সুমাইয়ার মতো একটি ফুলকে ধর্ষণ করতে না পেরে হত্যা করেছিলো। তাদের ডেকে এনে জিজ্ঞেস করুন এই দস্যি মেয়েদের দুরন্ত গতি দেখলে তাদের কামভাব জেগে ওঠে কিনা? যাহোক,এসব অনেক কথাই বলা যায়। ওরা প্রমাণ করেছে কোন খেলা কারো বাপ দাদার কেনা সম্পত্তি নয়। নিজের যোগ্যতায় কঠোর পরিশ্রম এবং সাধনা করেই এই সাফল্য ও সম্মান তারা অর্জন করেছে। 

অভিনন্দন বাঙলার দামাল দস্যু মেয়েরা। তোমরা নির্মাণে তোমাদের নাম লেখাও। ভোগে নয়। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়