শিরোনাম
◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও) ◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন দল নিয়ে যে বার্তা দিলেন ফাহাম আব্দুস সালাম

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের নতুন দলের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম। তিনি বলেছেন, এটাই সঠিক সিদ্ধান্ত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই।

ফাহাম আব্দুস সালামের দেওয়া ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো- 

‘‘ছাত্ররা যে রাজনৈতিক দল করছে- সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ। আমি আল্লাহর কাছে দোয়া করি এই ছেলেগুলোর জন্য- যারা জাতির ক্রান্তিলগ্নে আমাদের মন থেকে নৈরাশ্য দূর করেছিল। আমাদেরকে তারা আশা দিয়েছিল। নাহিদ যে পদত্যাগ করে নতুন দল লিড করার সিদ্ধান্ত নিয়েছেন- এটাই সঠিক সিদ্ধান্ত। আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

আপনাদের এই পথ চলা হোক মীনিংফুল। এই জার্নিতে আপনারা অনেক বন্ধু হারাবেন, আনন্দ তো হারাবেনই- আল্লাহ না করুক- আশাও হয়তো হারাবেন। পৃথিবীতে এমন কোনো মীনিংফুল জার্নি নাই- যেখানে মানুষ আশাহত হয় না। কিন্তু ভয় পাবেন না। আল্লাহর ওপর ভরসা রাখবেন। তিনি যদি ৫ অগাস্ট পার করাতে পারেন- সামনে যা আসবে তিনিই পার করাবেন। 

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো। বাংলাদেশে- নো ওয়ান ডাইজ এ ভার্জিন। লাইফ উইল ফাক য়ু। ডানে বামে আক্রমণ আর অবিশ্বাস থাকবে। এখানে মানুষ ভালোবাসার ট্যাক্স হিসাবে আগেই একটু ঘৃণা করে নেয়- সেফটি মেজার হিসাবে। প্রি-পেইড কার্ডের মতো। ঘৃণার ওপর এতো নিরঙ্কুশ আস্থা জগতে বিরল।

কিন্তু সততা ধরে রাখবেন। এই দেশের মানুষ, আপনাদের ভালোও বাসবে। শুধুমাত্র সততার জন্য এই দেশের মানুষ ৬ খুন মাফ করে দেয়।

আপনাদের পুরা জীবন পড়ে আছে। এই দেশকে দেওয়ার অনেক কিছু আছে আপনাদের। একটা ছোট্ট পরামর্শ দিতে চাই। ৬ মাসে বুঝে যাওয়ার কথা। তবু বলি। এই দেশে টেস্ট অব এ ম্যান এই না যে- ওয়াট য়ু ডু। এই দেশে সত্যিকারের পরীক্ষা হলো- ওয়াট য়ু ডোন্ট লিসেন টু।

দুনিয়ার সকলের পরামর্শ শুনতে যাবেন না। যা রাইট- যা দরকারী- সেটাই করবেন। এই যে ছাগল-পাগলের কথা না শোনার ক্ষমতা- এটা আপনাদের বাড়াতে হবে। শলা-পরামর্শ খুবই প্রয়োজনীয় কিন্তু ছাগলের সঙ্গে শলা-পরামর্শে সমস্যা হলো যে কেবল একটা বিষয়ই বারবার আসবে: যে সর্বত্র কাঁঠাল গাছ লাগাতে হবে এবং কাঁঠাল পাতাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে। কাওকে ছাগল মনে হলে- নিজের বিবেচনা-বোধের ওপর আস্থা রাখুন- সন্দেহ পরে করুন। নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না। গাট ফিলিংকে কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট করা শিখতে হবে।

শুধু মনে রাখবেন যে ৭৫ বছরের নাহিদ যেন অপমানিত না হয় আপনার কাজে। খোদাতালা আপনাদের পথচলা সহজ করে দিন।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়