শিরোনাম
◈ গরুর চামড়া ৮০০, ছাগলের ১০ টাকা ◈ সিলেটে ঈদ আনন্দ ভেসে গেল বন্যার জলে ◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মে, ২০২৪, ০২:২০ রাত
আপডেট : ২৭ মে, ২০২৪, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল সবুজের পতাকার জন্য এভাবে যিনি জীবন হাতে নিতে পারেন, তাঁকে স্যালুট 

দেবব্রত বন্দ্যোপাধ্যায়

দেবব্রত বন্দ্যোপাধ্যায় : নিজেকে বারবার বলি, জাতীয়তাবাদী জোশ উসকে দেওয়া ভালো কথা নয়। কিন্তু শেষ বেলায় এসে লাল সবুজ পতাকাটা কোথাও উড়তে দেখলেই আর নিজেকে সামলাতে পারি না। এবার আমাদের জাতীয় পতাকাকে নতুন উচ্চতায় তুলে নিলেন ব্যাংকার আশিক চৌধুরী। ২৫ মে  যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড বিমানঘাঁটি থেকে ওড়ার পর ৪১ হাজার ফুটের বেশি উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়েছেন আশিক। এই লাফ দেওয়ার ভেতর থেকে তিনি দুটি বিশ্বরেকর্ড করার দ্বারপ্রান্তে আছেন। তার এই লাফের নাম ‘দ্য হাইয়েস্ট এভার স্কাই ডাইভ উইথ আ ফ্ল্যাগ’। 

এই স্কাই ডাইভিংয়ের ভয়াবহ বৈশিষ্ট্য হচ্ছে, আশিক লাফ দিয়েছেন দুই হাতে পতাকা নিয়ে। এর ফলে ৪ হাজার ফুট উচ্চতায় এসে প্যারাসুট খোলার জন্য তার কোনো হাত ফাঁকা ছিলো না। যদিও এ জন্য আশিকের প্রস্তুতি ছিলো। কিন্তু শেষ মুহূর্তে কিছু গোলমাল হয়ে যায়। তারপরও আশিক পতাকা ছাড়েননি। কৌশলে প্যারাসুট খুলতে পেরেছেন এবং প্রাণে রক্ষা পেয়েছেন। একটা লাল সবুজের পতাকার জন্য এভাবে যিনি জীবন হাতে নিতে পারেন, তার জন্য একটা স্যালুট হয়ে যাক। আশিককে এই অভিযানে সহায়তা করছে প্রথম আলো। তাদের প্রতি কৃতজ্ঞতা। ২৬-৫-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়