শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের পেট্রোডলার চুক্তি বাতিল করল সৌদি আরব

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ০১:৫৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২৪, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুলের চোখ দিয়ে মানুষকে দেখা শিখেছি

ডা. গুলজার হোসেন উজ্জ্বল

ডা. গুলজার হোসেন উজ্জ্বল: আমার ছেলেবেলাটা কেটেছে নজরুল ঘোরে। নিজের ভেতরে কবিকে অনুভব করতাম। তাঁর মতো করে কবিতা লিখতে চাইতাম, গান লিখতে ও গাইতে চাইতাম। এসবের পেছনে দায়ী ছিলেন মূলত আমার আব্বা। উনি একজন আপাদমস্তক নজরুল ভক্ত ছিলেন। খুব মনে পড়ে, নজরুলের চাচা বজলে করিমের মতো করে আব্বা আমাকে বলতেন আমার ব্যাঙাচি বড় হলে সাপ হবে। আব্বা এমনই ছিলেন। পুত্রের সামান্য প্রতিভায় বিগলিত হয়ে যেতেন। একটা হাবিজাবি কবিতা লিখলেও বলতেন কী অসাধারণ কীভাবে লিখলি এটা এরপরই আব্বা লাইব্রেরি থেকে কোনো একটা বই কিনে আনতেন।

স্কুলে থাকতেই আব্বা আমাকে বিদ্রোহী কবিতা প্রায় মুখস্থ করিয়ে ছেড়েছিলেন। আব্বা রবীন্দ্রনাথেরও ভক্ত ছিলেন। সেটা হয়তো রবীন্দ্রনাথের প্রতিভার প্রতি ভক্তি।  কিন্তু নজরুলের প্রতি তিনি ইশক অনুভব করতেন। কবি, শিল্পী ও মানুষ নজরুলের প্রতিটি সত্ত্বা মিলিতভাবে এক অভিন্ন প্রীতি জাগানিয়া হয়ে তার ভেতর ঢুকে গিয়েছিল। সম্ভবত একই ব্যাপার ঘটেছে আমার মধ্যেও। তারপর সমাজ, পরিবেশ ও প্রতিবেশের কারণে নানারকম পরিচয় ধারণ করেছি। কিন্তু অন্তরে বাহিরে কোথাও এখনো অনুভব হয় যে একজন নজরুল আমাকে প্রভাবিত করেন।

আমাকে তাড়িত, অনুরণিত করেন। নজরুলের চোখ দিয়ে মানুষকে দেখা শিখেছি, জীবনকে দেখা শিখেছি। এই শিক্ষাটুকুর জন্য কবির কাছে আমার আজন্ম ঋণ। আজ আমার দুখু মিয়ার জন্মদিন। এক চির দুখী,  চির আনন্দময় মানুষের স্মৃতির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করলাম হৃদয়ের কথামালা দিয়ে। লেখক: চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়