শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের পেট্রোডলার চুক্তি বাতিল করল সৌদি আরব

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ০১:৪৯ রাত
আপডেট : ২৬ মে, ২০২৪, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপমহাদেশের জনসাধারণ কি ক্রিকেট খেলে!

মুসা কলিম মুকুল

মুসা কলিম মুকুল: ক্রিকেট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের জনসাধারণ বলতে গেলে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দিয়েছে এই খেলা। এরা প্রত্যেকে ফুটবল বিশ্বকাপে খুবই ভালো খেলে। এই সব দেশের জনসাধারণ ক্রিকেট তেমন খেলে না, দেখেও না। ভারত, পাকিস্তান, শ্রীলংকা আর বাংলাদেশ এই বস্তাপঁচা মড়া নিয়ে মেতে আছে। উপমহাদেশের জনসাধারণ কি ক্রিকেট খেলে? ভাত-কাপড়ই ঠিকমতন জোটে না যাদের তারা ব্যাট, বল, গ্লাভস, হেলমেট, প্যাড, স্ট্যাম্প কোত্থেকে যোগাড় করবে? তবে উপমহাদেশে দুশো কোটি মানুষের বাস। তারা অল্পস্বল্প করে হলেও কেনাকাটা করে। তাদেরকে লক্ষ্য করে টিভিতে প্রচুর বিজ্ঞাপন চালানোর জন্য ক্রিকেট খেলা দারুণ উপযোগী। 

ছয়টা করে বল করেই খেলায় বিজ্ঞাপন বিরতি দিতে হয়। ক্রিকেট আসলে বিজ্ঞাপন বিরতির খেলা। বিজ্ঞাপন বিরতিটাই আসল, খেলা হয় বিজ্ঞাপনের চিপায়-চাপায়। এই ঘাটের মড়া নিয়ে ভারত আর বাংলাদেশর কত বাহাদুরি। ফাঁকা মাঠে গোল। শ্রীলংকা আর পাকিস্তান এই খেলা অনেকটাই ছেড়ে দিয়েছে। তাদের অভিনন্দন। বাংলাদেশের জন্য ভালো লক্ষণ হলো, যার তার কাছে বাংলাদেশের জাতীয় দল হেরে ভুত হচ্ছে। বড় বাজার ভারতের জনসাধারণের ঘাড়ে মরা এই খেলার ভূত চেপে বসে আছে। তারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের বাপে খেদানো অকম্মা পোলাপানের কাছে খুব জিতছে। তাতে করে মাল্টি ন্যাশনাল কোম্পানির সাবান, সোডা, জাঙ্গিয়া, মলমের দেদার হাইপ চলছে। 

গুটিকয় দামড়া পোলাপানের খেলা কী করে দেশের প্রধান খেলা হয়ে উঠলো? তাও আবার বৃটিশ জমিদারির পরিত্যক্ত খেলা। ক্রিকেটের পঁচা মূলো ঝুলিয়ে এখনো ভারতীয় উপমহাদেশকে উপনিবেশ করে রেখেছে বৃটিশ। খেলার নামে এই জঘন্য বিজ্ঞাপনবিরতির পিছনে লাথি মারো। দাড়িয়াবান্ধা, কাবাডি, বৌচি, ফুটবল, দাবা খেলা হোক বাংলার মাঠে, ঘাটে, আনাচে-কানাচে। বাউলের গান হোক। স্বাস্থ্য আসুক বাংলার দেহে, মনে। ২৪-৫-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়