শিরোনাম

প্রকাশিত : ২৩ মে, ২০২৪, ০৩:১৭ রাত
আপডেট : ২৩ মে, ২০২৪, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসা ও বুদ্ধ

মাসুদ রানা

মাসুদ রানা : ভারতের গৌতম বুদ্ধও মিশরের মুসার মতো প্রিন্স ছিলেন। মুসা অবশ্যই বুদ্ধের অনেক-অনেক আগের। এমনও হতে পারে যে, নৈতিকতা বিষয়ে মুসার যে টেন কমাণ্ডমেণ্টস, দ্বারা দ্বারা প্রভাবিত হয়ে বুদ্ধ তাঁর পঞ্চশীলা নীতি রচনা করেছিলেন। কিংবা এমনও হতে পারে যে, তিনি স্বাধীনভাবেই তা রচনা করেছিলেন। মুসার শিক্ষা থেকে আরও অনেকে ধার করে কিংবা তার দ্বারা প্রভাবিত হয়ে নতুন ধর্ম প্রচার করেছেন। যাক, সেটি বলার স্থান এটি নয়। তবে আমরা অন্ততঃ বলতে পারি, গ্রেইট পিওপল থিংক এ্যালাইক। বড়ো মানুষেরা একই রকমের চিন্তা করে থাকেন। ২২/০৫/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়