শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:১১ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়লা ফেলে রাস্তা নোংরা করে কারা? 

ফারদিন ফেরদৌস 

ফারদিন ফেরদৌস: বাঙালি নির্বোধেরা যেকোনো বিষয় নিজের ওপর নিয়ে গিয়ে খুব বাড়াবাড়ি রকমের হেডম দেখায়। ছিঁচকে চোর হলে তার উল্লম্ফন ও বাগাড়ম্বরপূর্ণ আচরণটা দেখার মতো হয়। বাড়ি লাগোয়া রাস্তায় ময়লা দেখে পাশের দোকানে বসা এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই এখানে ময়লা কে ফেলে দেইখেন তো প্লিজ। আর কী চাই, তেলে বেগুনে লোকটি জ্বলে উঠলো। চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেলো। চেয়ার থেকে আধাআধি ওঠে দাঁড়ালো। গড়গড় করে বলতে থাকলো... হ্যাঁ, আমি আপনার ময়লা পাহারা দেওয়ার জন্য বসে আছি? এই কথা আমাকে বলার সাহস কী করে হয় আপনার। আমি ওখানে ময়লা ফেলি? 

আমি বললাম, আপনি ময়লা ফেলেছেন আমি তো এটা একবারও বলিনি ভাই। : না আপনি এটা বলতে পারেন না। আমাকে বলবেন ক্যান? পরের ডায়ালগ দু’চার লাইন ইংরেজিতে বলে দিলেন। বাঙালি রেগে গেলে বাংলা ভুলে গিয়ে ইংরেজিতে গালাগাল করে। বললাম, সরি ভাই, আপনার সঙ্গে কথা বলা ঘাট হয়েছে। পরে আমার স্ত্রী পেছন থেকে এসে তাঁকে উদ্দেশ্য করে বললেন, এই যে ময়লা আবর্জনা রাস্তায় ফেলে রাখা হয় আপনাদের খারাপ লাগে না। প্রতিদিন আমার গৃহ সহায়ককে কেন এসব পরিষ্কার করতে হয়? সম্ভ্রান্ত নারী দেখে লোকটির স্বর কিছুটা নিচু হলো বটে। অকৃতি অধম আমার দিকে তেড়ে আসার স্বভাবটি সে লোকাতে পারলো না। যাহোক লোকটি আমার অপরিচিত না। পেশায় পুলিশের ব্রোকার। বয়সে আমার জুনিয়রই হবে। ভাগ্যিস লোকটি থানার ওসি নয়, তাহলে সোশ্যাল রিস্পন্সিবিলিটি দেখানোর দায়ে আমাকে এখন নির্ঘাত জেলে থাকতে হতো। ফুটনোটস: ময়লা ফেলে রাস্তা নোংরা করে কারা? ব্যাপারটি অনুধাবন করা গেলো কি? লেখক: সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়