শিরোনাম
◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের ◈ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি: এনসিপি ◈ ইউনিভার্সিটি স্কয়ারে আবারো স্থাপিত হবে যুদ্ধ বিমান

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:২৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক উন্নতি!

আহসান হাবিব

আহসান হাবিব: বিশেষ সম্প্রদায়ের উন্নতি বা মঙ্গল বা মন বলতে কী বুঝায়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকে না। চিন্তাটাই আগাগোড়া সাম্প্রদায়িক মনে হয়। কেন? আসলে উন্নতি বা মঙ্গল কি কোনো সম্প্রদায়ের ঘটে? একদম না। ঘটে শ্রেণির। সামন্তবাদী সমাজে কৃষকের কী উন্নতি হয়? উন্নতি হয় সামন্ত প্রভুর। পুঁজিবাদী সমাজে কি শ্রমিকের কোনো উন্নতি হয়? ক্ষুদে মালিকদের কোনো উন্নতি হয়? না, উন্নতি হয় পুঁজিপতিদের। এখানে বিশেষ সম্প্রদায় হিন্দু, মুসলিম বা খৃস্টানের বেলায় উন্নতি বা মঙ্গলের বিষয় আসে কোথা থেকে?

[২] সেই যে আহমদ ছফা ‘বাঙালি মুসলমানের মন’ লিখে সাম্প্রদায়িকতার খাতা খুললেন, সেই খাতা আর বন্ধ হলো না। বাঙালি আবার মুসলমান। এই দুটো কি একঘাটে কখনো জল খায়? বাঙালি আবার হিন্দু- এই দুটো কি কখনো একঘাটে জল খায়? খায় না। তাহলে এই সম্প্রদায় নিয়ে এমন টানাটানি কেন? আর কিছু নয়, এটা সাম্প্রদায়িকতা। আসলে এই কাজগুলি করে রাজনীতিবিদরা। কারণ এতে তাদের রাজনীতির সুবিধা হয়। তারা যত বিভেদ তৈরি করতে পারবে, তত তাদের লাভ। ইংরেজরা এটাই করেছিলো, ডিভাইড এবং রুল। 

স্বাধীনতার পরও কেউ এই বিভেদ থেকে বেরুলো না। তাদের লাভটা না হয় বোঝা গেলো, কিন্তু সাহিত্যিকরা কেন? সাহিত্যিকের কাজ হলো মানুষ নিয়ে, কোন সম্প্রদায় দিয়ে নয়। তাদের শ্রেণিচরিত্র থাকবে কিন্তু সাম্প্রদায়িক চরিত্র থাকবে কেন? তারা কেন কোন সম্প্রদায়ের মঙ্গলের জন্য সুপারিশ করবে? তারা সমগ্র মানবজাতির কথা বলবে। পুঁজিবাদ যে শোষকের ভূমিকায় অবতীর্ণ, সাহিত্যিকরা তার বিরুদ্ধে দাঁড়াবে। সম্প্রদায় একটি বিভেদমূলক বৈশিষ্ট্য। লেখকরা কেন এই ফাঁদে পা দেবে? অথচ এই উপমহাদেশে এটাই চলছে দেদারসে..লে হালুয়া। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়