শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৩ জুন, ২০২২, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২২, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমান ১৫ আগস্টের চক্রান্তে জড়িত, তারেকের বক্তব্য সেটিই প্রমাণ করে: প্রধানমন্ত্রী

মহসীন কবির: বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ১৫ আগস্টের চক্রান্তে জড়িত, তারেক রহমানের বক্তব্য সেটিই প্রমাণ করে। যমুনা ও ডিবিসি টিভি

তিনি বলেন, যার দেশে ফিরে রাজনীতি করার সাহস হয়না, সে কিভাবে দলের নেতৃত্ব দেয়।  নির্বাচনকে বাণিজ্যে পরিনত করেছে বিএনপি। নেতৃত্বশূন্য কোনো দল মানুষের কল্যাণে কাজ করতে পারে না।

তিনি বলেন, মিথ্যা কথা বানানো, আর মিথ্যা কথা বলার যদি কারখানা থেকে থাকে সেটা হলো বিএনপি। তারা মিথ্যা কথা বানানো ও বলতে খুব ভালো পারে। যতটুকু মিথ্যা এটার প্রোডাকশনটা এরা ভালো দেয় এবং বলেও যায়। আমাদের কিছু লোক সেটা বিশ্বাস করে বসে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, বন্যার্তদের পাশে না  দাঁড়িয়ে বিএনপি ঢাকায় বসে মায়া কান্না কাঁদছে। বন্যা এখনই থামবে না, ধীরে ধীরে পানি নামবে, আমাদের সব সময় মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। 

তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যে যেখানে তারা সেখানেই কিন্তু ত্রাণ বিতরণ করে যাচ্ছে। তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারা খাদ্য সাহায্য দিচ্ছে। উদ্ধার কাজ করছে। বিএনপি বন্যাদুর্গতদের জন্য আজ পর্যন্ত এক মুঠ খাবারও দিতে পারেনি বা তাদের পাশে না দাঁড়িয়ে এখানে বসে বসে মায়া কান্না করে যাচ্ছে, এটাই হচ্ছে এদের চরিত্র।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের সেবক, তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। সব মিথ্যা অপবাদ দূরে ঠেলে পদ্মা সেতু আজ বাস্তব। ২৫ জুন এর উদ্বোধন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়