শিরোনাম
◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা যাননি মুফতি কাজী ইব্রাহীম 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সামাজিক মাধ্যমে বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীম ইন্তেকাল করেছেন। সম্প্রতি এমন একটি তথ্যে সয়লাব নেটদুনিয়া। 

[৩] সামাজিক মাধ্যম ঘুরে দেখা গেছে, ‘কে বলেরে রাজাকার সাইদি মোদের অহংকার’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১১ জানুয়ারি মুফতি কাজী ইব্রাহীমের একটি ছবি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয় ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। কাজী ইব্রাহীম সাহেব ইন্তেকাল করেছেন।’ এরপর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এ খবর।  

[৪] খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি ইব্রাহীম মারা যাননি। বরং তিনি বর্তমানে সুস্থ সবল অবস্থায় কাতারে অবস্থান করছেন। তিনি নিজেও গুজবে কান না দিতে তার ভক্তদের আহ্বান জানিয়ে ফেসবুক পেজে একটি লাইভ করেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছায় আমি বেঁচে আছি, গুজবে কান দেবেন না।’

[৫] লাইভে তিনি জানান, মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়লে তার শুভাকাক্সক্ষীরা তাকে ফোন করে তথ্যটি জানান। তাই সংবাদটি দ্বারা অন্যরা যেন বিভ্রান্ত না হন সেজন্যে তিনি লাইভে এসে তার মারা যাওয়ার তথ্যটি যে একটি গুজব তা সবাইকে জানান। এছাড়াও ইসলামে গুজব ছড়ানোর বিষয়ে কী বলা হয়েছে সে বিষয়েও লাইভ ভিডিওটিতে নানা ব্যাখ্যা দেন বিতর্কিত এই মুফতি। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়