সালেহ্ বিপ্লব: বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ পরামর্শ কমিটির (জেসিসি) ৭ম দফা বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন। ড. মোমেন শনিবার দিল্লি পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, পানি সম্পদ, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক ও বহুমুখী ইস্যুগুলোসহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে।
দিল্লি রওয়ানা করার আগে ড. মোমেন বলেন, সব চূড়ান্ত হওয়ার দশ বছর পরও তিস্তা চুক্তি না হওয়া বাংলাদেশের জন্য দুঃখজনক, আর ভারতের জন্য লজ্জাজনক।
পররাষ্ট্রমন্ত্রী বললেন, এবারও আলোচনায় তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের প্রসঙ্গ আনবে ঢাকা।
তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথ আয়োজনে ‘ইন্টার্যাক্টিভ বিজনেস মিটিং’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগদান করবেন। সম্পাদনা: খালিদ আহমেদ