শিরোনাম
◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান!

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ রিজভীর

রিয়াদ হাসান: [২] বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসার সময় তেজগাঁও এলাকায়  ট্রেনে আগুন লাগানো হয়েছে। একই ট্রেনে কয়েকদিন আগে স্লিপার খুলে ফেলা হয়েছিল। সেখানে একজন মারা গিয়েছিল। একই ট্রেন সেই ট্রেনের নিরাপত্তা কোথায়? কেন আজ চারজন মানুষ পুড়ে মারা গেল? এটার সাথে রাষ্ট্রক্ষমতার নিশ্চিত সম্পর্ক আছে। 

[৩] মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

[৪] তদন্ত ছাড়াই ট্রেন পোড়ানোর ঘটনায় আন্দোলনকারীদের দোষারোপ করায় ডিএমপি কমিশনারের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, কমিশনার সাহেব আপনি তদন্ত না করেই বলে দিলেন অবরোধ হরতালকারীরা এ কাজ করেছে। এই অবরোধ-হরতালকারীদের ওপর দোষ চাপানোর জন্যই এটা একটা পরিকল্পনা। 

[৫] বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, একতরফা নির্বাচন, ডামি নির্বাচনের দিকে তিনি (শেখ হাসিনা) এগোচ্ছেন। আর এইজন্যেই যত প্রকার অন্যায় অবিচার করা দরকার একটার পর একটা তিনি করে যাচ্ছেন।

[৭] বিএনপির এই নেতা বলেন, একটা পরিপত্র দেখলাম পুলিশের পক্ষ থেকে হেলথের ডিজিকে দেওয়া হয়েছে যে ডাক্তাররা যেন স্ট্যান্ডবাই থাকে এটা কেন? কিসের জন্য? এটাতো সাধারণ জনগণের মনে সন্দেহ জাগছে।

[৮] রিজভী বলেন, শেখ হাসিনা ভাবছে রাশিয়া ও ভারত আমার পক্ষে আছে আমার আবার কিসের ভোট লাগবে। বাংলাদেশের গণতন্ত্র থাকুক আর না থাকুক এতে ভারতের কিছু যায় আসে না এবং রাশিয়ার তো মোটেই যায় আসে না। কারণ তাদের নিজের দেশেই তো গণতন্ত্রের বিশাল ঘাটতি। সম্পাদনা: সমর চক্রবর্তী

আরএইচ/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়