শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রম-আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের পক্ষে পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন ৬ ডিসেম্বর

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] নতুন এই তারিখ ধার্য করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। 

[৩] শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের পক্ষে যুক্তিতর্কের ৪র্থ দিনে  অসমাপ্ত যুক্তি উপস্থাপন শেষে অবশিষ্ট  যুক্তিতর্কের জন্য এই তারিখ ধার্য করেছেন আদালত।

[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকাল পযর্ন্ত এ মামলায় ইউনূসের পক্ষে  যুক্তি উপস্থাপন করেন ব্যরিস্টার আবদুল্লাহ আল মামুন এবং তাকে সহযোগিতা করেন আইনজীবী সুলতান মাহমুদসহ আরও কয়েকজন। 

[৪] দুপুর ১টার দিকে  শ্রম আদালতে আসেন ড. ইউনূস। গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানও এসময় আদালতে উপস্থিত ছিলেন।  

[৫] এদিনও আইনজীবী মামুন দীর্ঘসময় নিয়ে সাক্ষীদের জবানবন্দী ও  জেরা পড়ে শুনিয়ে সেখানে  তথ্যের কী কী গড়মিল রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেন। গত ১৬ নভেম্বর ড. ইউনূসের মামলায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। 

[৬] ২০২১সালের ০৯ সেপ্টেম্বর, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদি করা হয়েছে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়