শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৫ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণ ভোট করতে মাঠে থাকবে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলার সদস্য 

এম এম লিংকন: [২] এদের মধ্যে আনসারের পাঁচ লাখ ১৬ হাজার জন, পুলিশের (র‌্যাবসহ) এক লাখ ৮২ হাজার ৯১ জন, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন এবং কোস্টগার্ডের দুই হাজার ৩৫০ জন। 

[৩] সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ আগে আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কমিশন।  

[৪] রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, পুলিশ ও প্রশাসনের কারও বিরুদ্ধে যদি তথ্য প্রমাণসসহ সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেখানে রদবদল করা হবে। 

[৫] সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, বাজেট কখনো চূড়ান্ত হয় না। সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা হয়। পার ডে, পার পারসন হিসাবে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদিত হার অনুযায়ী কত সংখ্যক নিয়োগ হবে, বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে। তারা একটি বরাদ্দ অ্যাডভান্সড চেয়েছে। কতটুকু আমরা বরাদ্দ দেব, এসব নিয়েই মূলত আলোচনা হয়েছে।

[৬] তিনি আরো জানান, জনপ্রতি আনসার ৬৩৭ টাকা থেকে এক হাজার টাকা, কোস্টগার্ড ৬৩৭ টাকা থেকে এক হাজার ৮২০ টাকা, বিজিবি ৪০০ টাকা থেকে এক হাজার ২২৫ টাকা ও পুলিশ ৪০০ টাকা থেকে এক হাজার ৬০৬ টাকা পাবেন।

[৭] আইনশৃঙ্গলা বাহিনী ভোটের ডিউটি করতে কত টাকার বাজেট চেয়েছে এমন প্রশ্নের উত্তরে অশোক কুমার বলেন, তারা তাদের চাহিদা দিয়েছে। কিন্তু কোন বাহিনীকে কত টাকা দিতে হবে তা নির্ধারণ হবে পরে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়