শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাবিব উন নবী সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড

এম.এ. লতিফ, আদালত: [২] সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জনকে দুই ধারায় মোট ১ বছর ৬ মাস কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাবাসের রায় দিয়েছেন।

[৩] আসামিদের অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেন এবং যেদিন আসামীরা ধরা পড়বে অথবা আত্মসমর্পণ করবে সেদিন থেকে রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেন।

[৪] দণ্ডবিধির ১৪৩ ধারায় আসামিগণের ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং দণ্ডবিধির ৩২৩ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।

[৫] মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪নং গেটে পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আসামীরা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

[৬] মামলার বিচার চলাকালে আদালত পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়