সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এছাড়াও দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরাও উপস্থিত আছেন।