মাজহারুল মিচেল: [২] পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে নেপালের সংসদীয় প্রতিনিধি দল মঙ্গলবার (৩ অক্টোবর) সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেছেন।
[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ফেডারেল পার্লামেন্ট অব নেপালের সংসদ সদস্য ড. আরজু রানার নেতৃত্বে নেপালের সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
[৪] মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলে সংসদ সদস্য আনিসা নেপালি, বিনিতা কাথায়াত, সুরিয়া কুমারি শ্রেষ্ঠা, রুপা চৌধুরী, প্রকাশ পান্থ, সারদা দেবী ভট্ট ও সিঘাবাহাদুর বিশ্বকর্মা এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি তখন উপস্থিত ছিলেন।
[৫] তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেন। সফররত প্রতিনিধি দল গত ১৪ বছরে অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রশংসা করেন।
[৬] এর আগে সকালে প্রতিনিধি দলটি কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সাথেও সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের মধ্যে কৃষি সহযোগিতা জোরদার করার জন্য বৈজ্ঞানিক দক্ষতা ভাগাভাগি এবং প্রযুক্তি হস্তান্তর সহজ করার উপর জোর দেন।
[৭] এরপরেই তারা বিকেলে জাতীয় সংসদ ভবন কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
[৮] এ সময় স্পিকার বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও নেপালের এভারেস্ট পর্বত নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথভাবে পর্যটন প্যাকেজ তৈরি করলে উভয় দেশ লাভবান হতে পারে। বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা, জলবিদ্যুৎ উৎপাদন, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সহিংসতা প্রতিরোধসহ ইত্যাদি বিষয়ে কাজ করতে পারে।
[৯] সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মৃতিচারণ করে ড. আরজু রানা বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। সংসদের মূল ভবন, লাইব্রেরি ইত্যাদি সত্যিই অতুলনীয়।
[১০] প্রতিনিধি দলটি আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), বাংলাদেশ বীজ সমিতি (বিএসএ) এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন কৃষি প্রকল্প পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি ৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন। সম্পাদনা: তারিক আল বান্না