মাসুদ আলম: [২] অতিরিক্ত আইজিপি ও সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, বিজ্ঞানভিত্তিক তদন্তের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারলে অপরাধীরা যতই নতুন নতুন কৌশল গ্রহণ করুক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে।
[৩] বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স এনালাইসিস কোর্স’ ও ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
[৪] অনুষ্ঠানে মোহাম্মদ আলী মিয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ। অনুষ্ঠানে সিআইডির সার্বিক কার্যক্রম, কাঠামো, জনবল ও অর্জন সম্পর্কিত একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো ওয়েস্ট ও ফরেনসিক) এ কে এম এমরান ভূঞা। সম্পাদনা: তারিক আল বান্না
এমএ/টিএবি/এনএইচ