শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেট স্বল্পতার কারণে জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ, জানিয়েছে ইসিকে

এম খান, এম এম লিংকন: [২] নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন জানিয়েছেন, জুলাই মাসে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে সাক্ষাত করেছেন; সেটা ফলপ্রসু হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। 

[৩] প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তারা পূর্ণাঙ্গ দল না পাঠানোর বিষয় বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের হেড অফিস জানিয়েছে, তারা  প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। 

[৪] ইইউ’র এই সিদ্ধান্ত ভোটকে প্রশ্নবিদ্ধ করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সিইসি ভালো বলতে পারবেন। আর তারা পূর্ণাঙ্গ কথাটি বলেছেন। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এই দেশে যারা আছেন তারাই পর্যবেক্ষণ করবেন, এটা এখনো স্পষ্ট না। 

[৫] দ্য ডেইলি স্টার ও সমকাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণের জন্য অনুকূল নয় বলে আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

[৬] প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান (হাই রিপ্রেজেনটেটিভ) জোসেপ বোরেলের নেওয়া এই সিদ্ধান্তের কথা বুধবার চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে চলতি বছরের জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশ সফরকারী ইইউ অনুসন্ধানী মিশনের মূল্যায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

[৭] তবে নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলমকে ডেইলি স্টার ও প্রথম আলোর প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আমাদের নতুন সময়কে বলেন, ইউরোপীয় ইউনিয়ন চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়েছে। তিনি আমাকে এ বিষয়ে যতটুকু বলতে বলেছেন তাই এখানে ব্রিফ করেছি।

[৮] প্রথম আলোর প্রতিবেদনে জানা যায়, চিঠিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে ২০২৩-২৪ সালের জন্য ইইউর বরাদ্দ বাজেটের স্বল্পতার কারণে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জোসেপ বোরেল। একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হবে কি না, তা এই মুহূর্তে যথেষ্ট স্পষ্ট নয়। এমন সিদ্ধান্ত সত্ত্বেও ইইউ বর্তমানে এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে থাকার ব্যাপারে অন্যান্য বিকল্প খতিয়ে দেখছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

[৯] ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন এবং একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইইউ ইঙ্গিত দিয়েছে যে তারা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সময় বিশেষজ্ঞদের একটি ছোট দল পাঠাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমকে/এমএমএল/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়