শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৩:১৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা

মাজহারুল মিচেল: বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় আমাদের নতুন সময়কে এ তথ্য জানান।

তিনি বলেন, সব ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে ভারতের আদানি গ্রুপের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর ফলে ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বিদ্যুৎ মিলবে। তবে এখান থেকে ৫ শতাংশ অপচয় হবে। ফলে চলমান সংকটে আনুমানিক ১৪০০ মেগাওয়াট পাওয়া যাবে। দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ বাড়বে আরও ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ পেতে সঞ্চালন অবকাঠামোসহ যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বর্তমানে যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে বাংলাদেশ সক্ষম। তবে দাবদাহের সময় এ ঘাটতি বেড়ে যায়। দাবদাহ ছাড়া সাধারণত ১২০০ ইউনিট ঘাটতি থাকে।

পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, এ বিদ্যুৎ পেলে আমদের লোডশেডিং অনেকটা অর্ধেকে নেমে আসবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ঈমাম আমাদের নতুন সময়কে বলেন, যেহেতু অন্য জায়গায় আমরা বিদ্যুৎ পাচ্ছি না, সে হিসেবে অবশ্যই যদি তারা বাড়তি সাপোর্ট দিতে পারে, তাহলে এ মুহূর্তে আমাদের যে ২ হাজার মেগাওয়াটের ঘাটতি রয়েছে, সেটি কমে আসবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়