শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৩:১৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা

মাজহারুল মিচেল: বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় আমাদের নতুন সময়কে এ তথ্য জানান।

তিনি বলেন, সব ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে ভারতের আদানি গ্রুপের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর ফলে ঝাড়খণ্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বিদ্যুৎ মিলবে। তবে এখান থেকে ৫ শতাংশ অপচয় হবে। ফলে চলমান সংকটে আনুমানিক ১৪০০ মেগাওয়াট পাওয়া যাবে। দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ বাড়বে আরও ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ পেতে সঞ্চালন অবকাঠামোসহ যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বর্তমানে যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে বাংলাদেশ সক্ষম। তবে দাবদাহের সময় এ ঘাটতি বেড়ে যায়। দাবদাহ ছাড়া সাধারণত ১২০০ ইউনিট ঘাটতি থাকে।

পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, এ বিদ্যুৎ পেলে আমদের লোডশেডিং অনেকটা অর্ধেকে নেমে আসবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ঈমাম আমাদের নতুন সময়কে বলেন, যেহেতু অন্য জায়গায় আমরা বিদ্যুৎ পাচ্ছি না, সে হিসেবে অবশ্যই যদি তারা বাড়তি সাপোর্ট দিতে পারে, তাহলে এ মুহূর্তে আমাদের যে ২ হাজার মেগাওয়াটের ঘাটতি রয়েছে, সেটি কমে আসবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়