শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০২:৩০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ টি সদস্য রাষ্ট্রের ৬২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন

আগামী সপ্তাহে সিলেটে ভারত মহাসাগরীয় বলয় সংস্থা আইওরা’র জ্যেষ্ঠ কর্তাদের সভা 

মাছুম বিল্লাহ: ভারত মহাসাগরীয় বলয় সংস্থার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী সভা আগামী ১৩ জুন বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হবে। এটি আইওরার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ১৩তম সভা। এ সভায় ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্র নিয়ে  সদস্য দেশগুলোর অগ্রগতি আলোচনা হবে।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, ভারত মহাসাগরীয় বলয় সংস্থার সভাপতি হিসেবে বাংলাদেশ আগামী ১৩-১৪ জুন সিলেটে ১৩তম জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভার আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনে আইওরার ২৩টি সদস্য রাষ্ট্র থেকে ৬২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন।

রফিকুল আলম বলেন, সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ে আইওরার ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্রে সদস্য দেশগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার যে ছয়টি অগ্রাধিকার তুলে ধরেন মুখপাত্র সেগুলো হলো- মেরিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, ফিশারিজ ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জেস, একাডেমিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন।

ফোকাস এরিয়ারগুলো হলো- ব্লু ইকোনমি এবং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট।  
রফিকুল আলম বলেন, বাংলাদেশ ২০২১ সালের নভেম্বর থেকে আইওরার সভাপতির দায়িত্ব পালন করছে। সভাপতি পদ পাওয়ার পর এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের দুটি কাউন্সিল এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের তিনটি কমিটির সভা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। আসন্ন সভাটি হবে আইওরার সভাপতি হিসেবে বাংলাদেশের সর্বশেষ সভা। আইওরার পরবর্তী সভা সভার সভাপতি শ্রীলঙ্কা আয়োজন করবে। সম্পাদনা: শামসুল হক বসনিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়