শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৮:২৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিফিউজি জীবন আর চাইনা, বাড়ি ফিরতে চাই

কায়সার হামিদ, উখিয়া: রোহিঙ্গাদের প্রত্যাবাসন বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আশ্রিত রোহিঙ্গারা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১৩টি ক্যাম্পে এসব কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার রোহিঙ্গা।

কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গা নেতারা বলেন, মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের বাস্তবতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এখন অবিলম্বে মিয়ানমারে নিজেদের বসতভিটায় ফিরতে চাই। তবে একটি মহল প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে।

জাতিসংঘের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে বক্তারা বলেন, রেশন কমিয়ে দেওয়া এবং ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ করা রহস্যজনক। এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থেকে প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন তারা।

লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন কমিউনিটি নেতা ডা. জুবায়ের, মাস্টার কামাল, মৌলভি নুর হোসেইন, মৌলভি ছৈয়দ উল্লাহ, মাস্টার শামসুল আলম প্রমুখ। ক্যাম্প ৪-এর সাতরাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন আবদুল গফুর ও রশিদ মিয়া। ক্যাম্প ৯-এর পোড়াবাজারের মাঠের সমাবেশে বক্তব্য দেন মান্নান হোসেন ও রফিক উল্লাহ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

প্রতিনিধি/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়