শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা-মোদীর জন্য আম পাঠালেন মমতা

মাজহার মিচেল: ভারতীয় জাতীয় সংবাদসংস্থা পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) এ খবর জানায়।

পিটিআই তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুধু শেখ হাসিনাই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যও আম পাঠিয়েছেন তিনি। সূত্র: জাগো নিউজ ২৪

এছাড়া তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে আম উপহার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পশ্চিমবঙ্গের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। সূত্র: প্রথম নিউজ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হয়েছে নয়াদিল্লিতে। সূত্র: সোনালী নিউজ

উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সৌজন্য উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী পাঠিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী হোন বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তো কখনও  সোনিয়া গান্ধীকে সৌহার্দ্যমূলক বিভিন্ন উপহার আগেও পাঠিয়েছেন তিনি। গত বছরও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র: এপিবি লাইফ

রাজনৈতিক দূরত্ব থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও উপহার পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। ২০১৯ সালে দুর্গাপুজোর প্রাক্কালে প্রধানমন্ত্রীর জন্য কুর্তা-পাজামা ও মিষ্টি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারের মাঝে খোদ নরেন্দ্র মোদি ফাঁস করেছিলেন যে তথ্য। 

যেখানে হাসিমুখে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধী দলেও অনেকেই ব্যক্তিগত পর্যায়ে আমার বন্ধুস্থানীয়। শুনলে অবাক হয়ে যাবেন, মমতা দিদি নিজে প্রত্যেক বছর আমার জন্য এক-দুটো করে কুর্তা পছন্দ করে পাঠান।' সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়