শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৮:৩০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সকল পক্ষের আকাঙ্খা পূরণের লক্ষ্যেই নতুন ভিসা নীতির কথা পূনর্ব্যক্ত স্টেট ডিপার্টমেন্টের

মাজহারুল মিচেল: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল স্থানীয় সময় সোমবার (৫ জুন) সাপ্তাহিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ সকলেই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার আকাঙ্খা প্রকাশ করেছেন এবং এই আকাঙ্খা বাস্তবায়নেই আমাদের ভিসা নীতি ঘোষণা।

মুশফিকুল ফজল আনসারীর ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে এ তথ্য পাওয়া যায়। সেখানে তিনি তার বাংলাদেশ নিয়ে প্রশ্ন-উত্তর পর্বের ভিডিও ক্লিপ সম্বলিত এক পোষ্ট দিয়েছেন। উল্লেখ্য, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বিএনপির সর্বশেষ আমলে বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন।

তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ভিসা নীতির প্রতিক্রিয়া বলেছেন যে, ভিসা না দেয়া কিংবা নিষেধাজ্ঞা নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই। আটলান্টিকই শুধুমাত্র মহাসাগর নয়, আরও মহাসাগর আছে। তিনি সেদিকে যাবেন। যদিও তার দলের লোকেরা প্রথমে বর্ণনা করেছিলেন যে, নতুন ভিসা নীতি বিরোধীদের জন্য করা হয়েছে যাতে তারা সরকারের অধীনে নির্বাচনে আসেন। কিন্তু রাজনৈতিক দল, সুশীল সমাজের দলগুলো বিশ্বাস করে না যে, শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনে যাবেন, কারণ তিনি ২০১৪  এবং ২০১৮ সালে তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাহলে আপনি কীভাবে বিশ্বাস করবেন যে, শেখ হাসিনা বিশ্বাসযোগ্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন? 

জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্রের ব্যাপ্তি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি মুখপাত্র বলেন, কয়েক সপ্তাহ আগে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে যার আওতায় বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তাসহ, সরকার কিংবা বিরোধিদল অথবা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য যারা দায়ী বা জড়িত বলে মনে করা হবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়