শিরোনাম
◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি? ◈ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান ◈ বিদেশের মাটিতে পাকিস্তানের কাছে হারলো ভারত!

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১২:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ ৪ বাংলাদেশি

আখিরুজ্জামান সোহান: ভারতের ওড়িশা রাজ্যে কলকাতা থেকে চেন্নাইগামী ট্রেন করমন্ডল এক্সপ্রেস  ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কতজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে চারজন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। কোনো বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। সূত্র: দেশ রূপান্তর

সংশ্লিষ্টরা জানান, করমণ্ডল এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন চার বাংলাদেশি। তাদের আত্মীয়-স্বজন কলকাতার হাইকমিশনে জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে চার বাংলাদেশির টিকিট করা ছিল। এখন সে চারজনের সঙ্গে পরিবার-বন্ধুদের যোগাযোগ নেই। নিখোঁজদের মোবাইলও বন্ধ।

এ ব্যাপারে কলকাতায় ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানিয়েছেন, গতকাল (শুক্রবার সন্ধ্যায়) চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী ২৩৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশী রয়েছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে দু‘জন বাংলাদেশী আহত হয়ে উড়িষ্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ওই ট্রেনের যাত্রী ছিলেন এমন চারজন বাংলাদেশীর ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এখনো নিখোঁজ। সূত্র: নয়া দিগন্ত

নিখোঁজ চার বাংলাদেশি হলেন- পাবনার আসলাম খান, ঢাকার খালিদ বিন আউকাত, ঢাকার মোক্তার হোসেন, খুলনার রূপা বেগম খান।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন (প্রথম সচিব, প্রেস) রঞ্জন সেন বলেন, ‘কতজন বাংলাদেশি এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তা জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা পেসেঞ্জার লিস্ট চেয়েছি, পাইনি।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক প্যাসেঞ্জার লিস্টও চেয়েছি। সেটাও পাইনি।’

প্রসঙ্গত, ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে গতকাল শুক্রবার রাতে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে এখনও কোনও বাংলাদেশির নাম পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কলকাতার ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়