জাফর খান: বাংলাদেশের ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি এক অভিনন্দন বার্তা পাথিয়েছেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তার অভিনন্দন বার্তায় বাংলাদেশের সরকার, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিষয়টি অবহিত করা হয়েছে।
বার্তায় ড. আবদুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার নানামূখী ক্ষেত্রগুলোকে প্রসারিত করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
আল জায়ানি বলেন, আমাদের বিদ্যমান সুযোগগুলো কাজে লাগিয়ে উভয় দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই। তিনি বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিও কামনা করেন অভিনন্দন বার্তায়।
এমএএস