মাজহার মিচেল: পুলিশ অফিসার হত্যা মামলার পলাতক রবিউল ইসলাম ওরফে আরভ খানের বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের এ তথ্য দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাংলাদেশ মিশন কাজ করছে বলে তিনি আস্বস্থ করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের পয়েন্টগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে খতিয়ে দেখতে ও বিভিন্নভাবে যাচাই বাছাই করতে খুব শিঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে বলেও সেহেলী জানান।
তিস্তায় খাল খননের বিষয়ে ভারতীয় পক্ষ থেকে কোনো তথ্য এসেছে কিনা জানতে চাইলে সেহেলী সাবরীন জানান, ভারতীয় হাইকমিশনের কাছ থেকে তারা এখনো উত্তর পাননি।
এক প্রশ্নের উত্তরে সেহেলী সাবরীন জানান, শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুর খুনীদের বিদেশ থেকে দেশে আনতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। কিছুদিন আগে এব্যাপারে এটি দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার বিষয়েও আমরা আশাবাদী বলেও তিনি জানান।
এছাড়াও মানব পাচারের অভিযোগে সৌদি আরবে আটক বাংলাদেশি নাগরিকের বিষয়ে সেখানের বাংলাদেশ দূতাবাস খোঁজ খবর রাখছে বলেও জানান তিনি। তিনি বলেন, আটক ছয় নাগরিকের বিষয়ে আমরা জানতে পেরেছি। দূতাবাস তাদের জন্য কাজ করছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ওয়াশিংটনের বাংলাদেশ মিশন থেকে অর্থ বেহাত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেখানের মিশনে এটি জানতে চাওয়া হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পেলেই সবাইকে জানানো হবে বলেও উল্লেখ করেন সেহেলী সাবরীন।
এমএম/এএ