নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই। তবে এরই মধ্যে যারা ঢুকে পড়েছেন তাদের আমরা (রেজিস্ট্রেশন) নম্বর দিচ্ছি। আরটিভি, ঢাকা টাইমস
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। তারা মাদক কারবারিদের সাথে জড়িত ছিল। তবে রাখাইনে দুই পক্ষের যুদ্ধের কারণে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকেছে। শূন্যরেখায় এখন আর কোনো রোহিঙ্গা নেই।
তিনি আরো বলেন, আমরা সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকে পড়েছেন, তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ড রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না। রিপোর্ট: নাহিদ হাসান
এনএইচ/এএ