শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৯:০৮ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলের ২৮১৭ একর জমি বেদখল রয়েছে: সংসদে রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন

মনিরুল ইসলাম: রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন সংসদে জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের ২ হাজার ৮১৭ একর জমি বেদখলে রয়েছে। তিনি জানান, রেলওয়ের মোট জমির পরিমাণ ৫৮ হাজার ৪৭০ একর বা ২৩ হাজার ৬৭১ দশমিক ৮৩৫ হেক্টর। এর মধ্যে ১৫ হাজার ৮৯  একর বা ৬ হাজার ১০৮ দশমিক ৯৭৪ হেক্টও লিজ দেওয়া আছে। আর আর ২ হাজার ৮১৭ দশমিক ১২৩ একর বা ১ হাজার ১৪০ দশমিক ৫৩ হেক্টও বেদখলে রয়েছে।

রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। 

সরকার দলীয় সংসদ সদস্য হাবিব হাসানের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী আরও জানান, বেদখলকৃত রেলভূমি পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ৯৬ দশমিক ৪৩২ হেক্টর এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এক হাজার ৪৪ দশমিক ১০৩ হেক্টর। তিনি জানান, নিয়মিত রেলভূমি অবৈধ দখলমুক্ত করার জন্য উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়। বেদখলকৃত জমিতে দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, বস্তি, ঘরবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ক্লাব ইত্যাদি রয়েছে।

বিরোধীদল বিকল্পধারার সংসদ সদস্য আবদুল মান্নানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৪৩ টি জেলায় রেলপথ রয়েছে। আর ৩০ বছর মেয়াদী রেলওয়ের মাস্টার প্লাণ (২০১৬-২০৪৫) বাস্তবায়ন হলে সব জেলা রেল নেটওয়ার্কে আসবে। তিনি আরো জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন (ওভারহেড ক্যাটেনারী ও সাব স্টেশন নির্মানসহ) চালুর জন্য সম্ভাব্যতা সমীক্ষা পরিকল্পণা কমিশন ২০২১ সালের ১২ অক্টোবর অনুমোদিক হয়েছে। পরামর্শক নিয়োগের কাজ চলছে। 

এমআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়