শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্ট বাংলাদেশ মানে নৈতিক শিক্ষা গ্রহণ করা: ডেপুটি স্পিকার 

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু

মনিরুল ইসলাম: জয় বা পরাজয় নয়, সুস্থ‌্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। এখানে কেউ বিজয়ী হবে, আর কেউ বিজয়ী হওয়ায় সহযোগিতা করবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ‌্যমে সুস্থ‌্য মানব-সম্পদ গড়ে তোলা হয়, এটি আমাদের দায়িত্ব। আমরা যখন ছাত্র ছিলাম হানাদার বাহিনী আমাদের এ ধরণের সুন্দরভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেয় নি। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে, নিরস্ত্র বাঙালি হানাদারদের বিপক্ষে যুদ্ধ করে জয়লাভ করে। শিক্ষার্থীদের নিকট মুক্তিযুদ্ধের  সঠিক ইতিহাসকে তুলে ধরা শিক্ষকদের দায়িত্ব।

শনিবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, পাবনার সাঁথিয়ায় দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতিজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, চেতনা ও ইতিহাস সমৃদ্ধ জাতি ছাড়া কোন জাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। একসময়ের পিছিয়ে পড়া বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। দেশে এখন ডিজিটাল শিক্ষা ব‌্যবস্থা চালু আছে এবং স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছেন। আর স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষা, স্মার্টি কৃষক, স্মার্ট নাগরিক। বাংলাদেশের উন্নয়নের জন‌্য সুনাগরিক তথা স্মার্ট নাগরিক প্রয়োজন।

তিনি  বলেন, স্মার্ট বাংলাদেশ মানে নৈতিক শিক্ষা গ্রহণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে কোন অপরাধী, ধুমপায়ী, মাদকাসক্ত ও মাদক-ব‌্যবসায়ী থাকবেনা। স্মার্ট বাংলাদেশে গণতন্ত্র সুসংহত থাকবে ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এছাড়া স্মার্ট বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতিও চলবে না। বাংলাদেশকে অস্থীতিশীল করার অপচেষ্টাকে মূলোৎপাটন করা হবে।

দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সভাপতি ও ডেপুটি স্পীকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. রবিউল করিম হিরু উপস্থিত ছিলেন।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়