সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃতদের কছ থেকে ২ হাজার ৮৬৭পিস ইয়াবা, ১২১ কেজি ৭৪৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ১২৩ গ্রাম ১০৫পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেন্সিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
[৩] ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালায় ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
[৪] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।