শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ১৮ মে, ২০২২, ০৭:১২ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২২, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই ‘মেইডইন বাংলাদেশ’ ইলেক্ট্রিক গাড়ি বানাবে নিটল গ্রুপ

আব্দুল মাতলুব আহমাদ

মনজুর-এ আজিজ: [২] নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, ডিজেল, পেট্রোল ও অকটেন চালিত গাড়ির মেইনটেনেন্স খরচ বেড়ে যাওয়ায় আগামীতে ইলেকট্রিক গাড়িই হবে দেশের প্রধান যানবাহন। তাই সরকারের পলিসি পেলে শিগগিরই ‘মেইডইন বাংলাদেশ’ ইলেক্ট্রিক গাড়ি এদেশে তৈরি করে বিদেশেও রপ্তানি করবে নিটল-নিলয় গ্রুপ। সম্প্রতি এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এমনই ইঙ্গিত দেন তিনি।

[৩] নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান বলেন, বর্তমানে আমরা ডিজেল, পেট্রোল ও অকটেন চালিত গাড়ি ব্যবহার করছি। এগুলোর দিন এখন শেষ হয়ে আসছে। সম্ভাবনাময় দিক হচ্ছে ইলেকট্রিক গাড়ি। যেটা রিনিউয়েবল এনার্জিতে চলতে পারে কিংবা অন্য কোন প্রসেসরে ব্যাটারি চার্জ হতে পারে। এই নতুন ফর্মুলায় গাড়িটা আগের থেকে চালিকাশক্তি একদম ডিফারেন্ট। যেটায় আল্টিমেট খরচ অনেক কম পড়বে। আজকে পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম যেভাবে বাড়ছে তাতে ডিজেল-পেট্রোল চালিত গাড়ির মেইনটেনেন্স খরচ বেড়ে যাবে কয়েকগুণ। আর এ গাড়ি বানিয়ে বাংলাদেশে মার্কেট করবো সেটাও সম্ভব হবেনা। এখন ওয়ার্ল্ড ওয়াইড ইলেকট্রিক গাড়ির ডিমান্ড বাড়ছে। আর ইন্টারনাল কম্বুইশন ইঞ্জিনের (আইসিই) গাড়ির ডিমান্ড কমছে। 

[৪] তিনি বলেন, ইন্টারনাল কম্বুইশন ইঞ্জিনের (আইসিই) গাড়ি সারা পৃথিবীতে ওভার ক্যাপাসিটি। আমরা এখানে বানিয়ে যে দামে বেঁচবো তার চেয়ে অনেক কমে কিন্তু সারা গৃথিবীতে পাওয়া যাবে। আমরা যদি ডিউটি ওয়াল দিয়ে এটিকে বাঁচিয়ে রাখি তবে যখন ডিউটি সরে যাবে তখন আর এটা বাঁচবে না। আমাদের ভবিষ্যৎ হচ্ছে ইলেকট্রিক গাড়ি। ইলেকট্রিক গাড়ি সারা ওয়ার্ল্ডে এখনো সেভাবে গ্রো করেনি। তাই বাংলাদেশ সরকার এখন যদি তার পলিসিতে ইলেকট্রিক গাড়ির উপর ফোকাস দেন তাহলে আমরা ‘মেইডইন বাংলাদেশ’ ইলেক্ট্রিক গাড়ি তৈরি করতে পারব। যেমন সরকারের সহায়তায় টু হুইলার, থ্রি হুইলার, ফোর হুইলার চায়না অনেক আগেই শুরু করেছে। ভারত লাস্ট ২ বছর থেকে করছে।

[৫] আব্দুল মাতলুব আহমাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনভারমেন্টের ওপর প্রাইজ পেয়েছেন। আর এই এনভারমেন্টের ওপরই কাজ করছেন তিনি। ইলেকট্রিক গাড়ির একটা বড় বৈশিষ্ট্য হলো এনভারমেন্ট ফেনী। সেজন্য আমি মনে করি, আমাদের ইকোনমিক পলিসিতে যদি ইলেকট্রিক ভেহিকেলকে এনকারেজ করা হয়, সাবসিডাইজড করা হয় পাশাপাশি হোম সোলার পাওয়ারে সরকার ৫০ ভাগ সাবসিডি দেন তাহলেই কেবল ইলেকট্রিক গাড়ি ‘মেইডইন বাংলাদেশ’ করা সম্ভভ। 

[৬] আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, আগামীতে ইলেকট্রিক ভেহিকলই হবে প্রধান যানবাহন। তাই এখনই সরকারকে পলিসি নিতে হবে। তা নাহলে পিছিয়ে পড়তে হবে।  এমন একদিন আসবে, আমাদের ইলেকট্রিক গাড়ি তৈরির বিগ অপরচুনিটি ছিল, বাংলাদেশে আমরা ইলেকট্রিক গাড়ি তৈরি করব এবং তা বিদেশে রপ্তানি করব, তা হয়তো একসময় হাতছাড়া হয়ে যাবে। 

[৭] তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে সরকারের সেভাবে সহায়তা লাগবেনা তবে প্রথম পাঁচ বছর ডিউটি ফ্রি করে দিতে হবে। একটা ইলেকট্রিক গাড়ির ৪০ থেকে ৫০ শতাংশই হচ্ছে ব্যাটারির খরচ। যার জন্য সরকারকে আপাতত ভর্তুকি দিতে হবে ৫ বছর। কাস্টমারদের জন্য ইলেকট্রিক গাড়িতে বেশি ভর্তুকি না দিলে কেউ এটা কিনবে না। চার্জিং স্টেশন আমরাই বসাবো তবে সরকারের লাগবে বিভিন্ন জায়গায় এগুলো প্লেস করার জন্য পলিসি। আর যে গাড়ি আমরা তৈরি করব এটা বাসা থেকেই চার্জ করা যাবে। গাড়িগুলোর মাইলেজ বেড়ে ১৫০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত একক চার্জে চলবে। শুধুমাত্র চলতে চলতে যেখানে চার্জ ফুরিয়ে যাবে সেসব জায়গায় মোবাইল ফোনের মত ২০ মিনিট চার্জ দিলেই গাড়ি আবার চলবে। এখন টেকনিক্যাল অগ্রগতি হয়েছে, ব্যাটারিও অনেক সময় চার্জ থাকে। তাই আমি মনে করি এখনই ইলেকট্রিক গাড়ির বিষয়ে চিন্তা করার মুখ্য সময়। 

[৮] তিনি বলেন, ব্যাটারি যে ইমপ্রুভ হচ্ছে তাতে পাঁচ বছর পর ব্যাটারির দাম পাঁচ ভাগের এক ভাগ হয়ে যাবে। তখন আর ভর্তুকির প্রয়োজন হবে না। তখন আমরা নিজেরাই জনগণকে নরমাল গাড়ির চেয়ে কম দামে ‘মেইডইন বাংলাদেশ’ ইলেকট্রিক গাড়ি দিতে পারব। বর্তমানে মোটরসাইকেল পারদর্শী হয়ে গেছি, খুব শিগগিরই থ্রি হুইলার মেইডইন বাংলাদেশ হয়ে যাবে। তারপর বাস-ট্রাক অন্যান্য যানবাহন ‘মেইডইন বাংলাদেশ’ হবে। আর লাস্ট হচ্ছে প্রাইভেট কার কারণ গাড়ির একটি বড় কম্পিটিশন হচ্ছে রিকন্ডিশন কার। অন্যের ফেলে দেওয়া এ গাড়ি কম দামে বা বিনা পয়সায় এনে তা বাজারে যতদিন থাকবে ততোদিন পর্যন্ত ইলেকট্রিক্যাল গাড়ি বা অন্য যেকোন গাড়ি কম্পিটিশনে টিকতে পারবে না। সে কারণে ভারত পাকিস্তান বহু দেশে রিকন্ডিশন গাড়ি আর এখন চলে না। একমাত্র বাংলাদেশেরই চলছে। আমার মনে হয় সরকারকে এ বিষয়ে চিন্তা করতে হবে কাউকে বন্ধ করার প্রয়োজন নেই। তবে এই জিনিসটা যাতে ডিসকারেজ হয় আর নতুন ভেহিকেলটা এনকারেজ হয়, এই কম্পিটিশনগুলো সরকারের পলিসির মাধ্যমে আসতে হবে। 

[৯] নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান বলেন, যন্ত্রাংশ আমদানিতে আমাদের চয়েস জাপান, চায়না, ভারত বা অন্যান্য দেশও আছে। আমাদের এনালাইসিস করতে হচ্ছে, সম্পূর্ণভাবে ভারত চায়না বা জাপান হবে না। এটা মিক্স করে নেব যাতে মানুষ ব্যবহার করে শান্তি পায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়