শাহীন খন্দকার: [২] করোনাভাইরাস প্রতিরোধে দেশে এ পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ৫১ হাজার ৯৫০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার (১৪ মে) এক দিনেই বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ৭০৪ জনকে। স্থাস্থ্য অধিদপ্তরের এমএইএস ও লাইন ডিরেক্টর এইচআই এন্ড হেলথের পরিচালক অধ্যাপক ডা. শাহাদত হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে শনিবার পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৪৫ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৪৪০ জনকে।
[৪] ১৪ মে (শনিবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ হাজার ৬০ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ৭০৪ জনকে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা এসব টিকা দেওয়া হয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম