শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৪৭ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা উত্তর জেলায়

ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লা’য় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় র‌্যাব-১৫ কক্সবাজার এর হাতে গ্রেফতার হন কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক (৩৫)। র‌্যাব-১৫ এর সূত্রমতে জানা যায়, আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আকলিমা আক্তার (ছদ্মনাম) কিশোরী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বাদী ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় এফআইআরভুক্ত আসামি করা হয়, কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আরব আলী (২৭), চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জিলানী (৩৮), দেবিদ্বার উপজেলার নূরপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে আবু কাউসার অনিক (৩৫) ও একই গ্রামের মনু মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৪০)।

২৪শে সেপ্টেম্বর দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে একটি আবাসিক হোটেল হতে মামলার ৩নং আসামি আবু কাউছার অনিককে গ্রেফতার করেন।

এ সময় অনিক তার ব্যবহৃত প্রাইভেটকার চট্ট মেট্টো গ- ১১-৯৩১৪’তে উঠার চেষ্টা করেছিল। এ বিষয়ে র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল খাইরুল আলম শনিবার রাতে অনিককে গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ১নং আসামি আরব আলী (২৭) ও ৩নং আসামি আবু কাউছার অনিককে কয়েকদিন পূর্বে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অধীনে আমতলী পুলিশ ফাঁড়িতে আটক করার তথ্য পাওয়া গেছে।

১নং আসামি আরব আলী আটক থাকলেও ৩ নং আসামি আবু কাউছার অনিক ছাড়া পায়।

ওই ঘটনার পর থেকে ২নং আসামি জিলানী, ৩নং আসামি আবু কাউছার অনিক ও ৪নং আসামি শাহজাহান মিয়া কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়