শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহৎ শিল্পসহ ছয় ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ২০ প্রতিষ্ঠান

মনজুর এ আজিজ: ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ পাচ্ছে ২০ শিল্পপ্রতিষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হচ্ছে। গত ২ আগস্ট পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। ১০ আগস্ট তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পাচ্ছে রানার অটোমোবাইলস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ফারিহা স্পিনিং মিলস। তৃতীয় হয়েছে এনভয় টেক্সটাইল।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন। যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও অকো-টেক্স লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পাচ্ছে মাসকো ওভারসিজ লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস। এছাড়া তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস। এছাড়া মাইক্রো শিল্প শ্রেণিতে শুধু প্রথম পুরস্কার পাচ্ছে মাসকো ডেইরী এন্টারপ্রাইজ।

কুটির শিল্পে প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার পাচ্ছে যথাক্রমে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)। পাশাপাশি হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স। আর দ্বিতীয় হয়েছে মীর টেলিকম লিমিটেড ও তৃতীয় হয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়