শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহৎ শিল্পসহ ছয় ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ২০ প্রতিষ্ঠান

মনজুর এ আজিজ: ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ পাচ্ছে ২০ শিল্পপ্রতিষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হচ্ছে। গত ২ আগস্ট পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। ১০ আগস্ট তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পাচ্ছে রানার অটোমোবাইলস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ফারিহা স্পিনিং মিলস। তৃতীয় হয়েছে এনভয় টেক্সটাইল।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন। যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও অকো-টেক্স লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পাচ্ছে মাসকো ওভারসিজ লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস। এছাড়া তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস। এছাড়া মাইক্রো শিল্প শ্রেণিতে শুধু প্রথম পুরস্কার পাচ্ছে মাসকো ডেইরী এন্টারপ্রাইজ।

কুটির শিল্পে প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার পাচ্ছে যথাক্রমে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)। পাশাপাশি হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স। আর দ্বিতীয় হয়েছে মীর টেলিকম লিমিটেড ও তৃতীয় হয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়