শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহৎ শিল্পসহ ছয় ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ২০ প্রতিষ্ঠান

মনজুর এ আজিজ: ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ পাচ্ছে ২০ শিল্পপ্রতিষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হচ্ছে। গত ২ আগস্ট পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। ১০ আগস্ট তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পাচ্ছে রানার অটোমোবাইলস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ফারিহা স্পিনিং মিলস। তৃতীয় হয়েছে এনভয় টেক্সটাইল।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন। যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও অকো-টেক্স লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পাচ্ছে মাসকো ওভারসিজ লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস। এছাড়া তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস। এছাড়া মাইক্রো শিল্প শ্রেণিতে শুধু প্রথম পুরস্কার পাচ্ছে মাসকো ডেইরী এন্টারপ্রাইজ।

কুটির শিল্পে প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার পাচ্ছে যথাক্রমে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)। পাশাপাশি হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স। আর দ্বিতীয় হয়েছে মীর টেলিকম লিমিটেড ও তৃতীয় হয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়