সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।
বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আরও রয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সংক্রান্ত বিষয় ও পরামর্শ নিয়ে আলোচনা হতে পারে।