নির্বাচন কমিশন (ইসি) আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক লেনদেন নির্বিঘ্ন করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে, যাতে সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারেন।
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে তিনি জানান, পূর্ব নির্ধারিত ২৫ ডিসেম্বরের পরিবর্তে এখন নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের এই সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
এর আগে নির্বাচন কমিশন আলাদাভাবে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। বৈঠকে আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দল দুটি। একই সঙ্গে কমিশনের সক্ষমতা বাড়ানো ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাদের প্রতিনিধিরা।