শিরোনাম
◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল

বাংলাদেশের ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি জাতীয় দিবস। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আগামী ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এখন থেকে প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে পালিত হবে। 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

ওই পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় অনুষ্ঠেয় প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

পোস্টে আরো উল্লেখ করা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও তাদের অবদানকে ঘিরে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। 

এদিকে, নতুন দুই জাতীয় দিবসে ছুটি থাকবে কিনা তা স্পষ্ট করা হয়নি ওই পোস্টে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই জাতীয় দিবসে থাকছে না কোনো সরকারি ছুটি। তবে প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়