বাংলাদেশ ও তুরস্ক আজ মঙ্গলবার চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ডেপুটি ফরেন মিনিস্টার (পররাষ্ট্রসচিব) এ বেরিস একিনিচ। তিনি দুই দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছেন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।
আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাঁচ বছরের বেশি সময় পর অনুষ্ঠেয় বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
সফরের প্রথম দিন সোমবার এ বেরিস একিনচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।
আজ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সূত্র: কালের কণ্ঠ