শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হঠাৎ বাজল ফায়ার অ্যালার্ম, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বিঘ্ন, তাড়াহুড়ো করে বের হলেন নেতারা (ভিডিও)

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ সাময়িকভাবে স্থগিত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে একাডেমির শাপলা হলে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে এই পরিস্থিতি তৈরি হয়।

আজ দুপুরে সংলাপের দ্বিতীয় পর্বের ২০তম দিনের কার্যক্রম চলছিল। অ্যালার্ম বেজে ওঠার পর অংশগ্রহণকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর কিছুক্ষণ পর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেন।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে অধ্যাপক রীয়াজ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সবাইকে কক্ষ ত্যাগ করতে বলেন। এর পর উপস্থিত সবাই সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমির একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, মূল ভবনের তৃতীয় তলায় কেউ ধূমপান করায় স্মোক ডিটেক্টর সচল হয়ে অ্যালার্ম বেজে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যালার্ম বেজে ওঠার পর সংলাপে অংশগ্রহণকারীরা মূল ভবন থেকে বেরিয়ে যান। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে অ্যালার্ম বন্ধ করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১টা) সংলাপ পুনরায় শুরু হয়নি। একাডেমির কর্মীদের ঘটনার কারণ অনুসন্ধান করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়