শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় বিমান বিধ্বস্ত: হাসপাতালে ভর্তি রোগী ও নিহতদের তালিকা প্রকাশ করল সরকার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রোগী ও নিহতদের সংখ্যা ও নামের তালিকা প্রকাশ করেছে সরকার। সূত্র: যুগান্তর

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে এ তালিকা।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর ৬টি হাসপাতালে মোট ২৯ জন নিহত এবং ৫৭ জন দগ্ধ হয়ে ভর্তি আছেন।  

এর মধ্যে—

  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: এখানে ৪৫ জন ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ১১ জন মারা গেছেন।

  • সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH): ১১ জন ভর্তি হলেও এখানে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ১৫ জন।

  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন ভর্তি হয়েছিলেন, তবে কেউ মারা যাননি।

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: এখানে কেউ ভর্তি হননি, তবে ১ জনের মৃত্যু হয়েছে।

  • লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: এই হাসপাতালে কেউ ভর্তি হননি, কিন্তু ১ জন (অজ্ঞাত) মারা গেছেন।

  •  ইউনাইটেড হাসপাতাল লিমিটেড: এখানেও কেউ ভর্তি হননি, তবে ১ জনকে মৃত দেখানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত শিক্ষার্থীসহ নিহত ২৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীসহ চিকিৎসাধীন আছেন ৬৯ জন। এর মধ্যে আইসিইউতে ১২ জন। পরিচয় মেলেনি ৬টি লাশের।


নিহত ও ভর্তি রোগীদের তালিকা—

বিভিন্ন হাসপাতালে এখনো  পর্যন্ত  ভর্তি রোগীদের তালিকা।

নিহতদের তালিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়