শিরোনাম
◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক ◈ জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন ◈ একীভূতকরণে এগিয়েছে দুই ব্যাংক, এক্সিম ব্যাংক এখনও সময় চায় ◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে ◈ ইতিহাস গড়লেন লিটন দাস ◈ এক দিনে ৪৪ মিলিয়ন ডলার বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ ভারতীয় উদ্যোক্তারা শুল্ক আরোপকে বলছনে ‘বাণজ্যিকি নষিধোজ্ঞা’, রপ্তানি ৭০% হ্রাসের শঙ্কা ◈ ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান ◈ দুই মাসে পোশাক রপ্তানির আয় ৭১৩ কোটি ডলার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির সবাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির মধ‍্যে ৩ জনকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। ৩৬ জনের মধ‍্যে সকলেই জঙ্গিবাদের সাথে জড়িত নয়, কেউ কেউ ওভার স্টে করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

সোমবার (৭ জুলাই) সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু।’

তিনি বলেন, ‘৩৬ জনের মধ্যে কিছুসংখ্যক অভিযুক্ত হতে পারে তবে সবার কারণ এক নয়।’

আগামী বুধবার এআরএফে (আশিয়ান রিজিওনাল ফোরাম) যোগ দিতে মালয়েশিয়াতে ২ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে জানান তিনি।

এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন কিনা-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, যদি সুযোগ থাকে আমি কথা বলব।  

যদি সেখানে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ হয় তাহলে এ বিষয়ে আলাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে। সেই বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে বুধবার (৯ জুলাই) কুয়ালালামপুর যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়