শিরোনাম
◈ পোশাক খাতের সাফল্যের পাশাপাশি পশ্চিমা বাজারে ঝুঁকি বাড়ছে ◈ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে ◈ গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ ◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির সবাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির মধ‍্যে ৩ জনকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। ৩৬ জনের মধ‍্যে সকলেই জঙ্গিবাদের সাথে জড়িত নয়, কেউ কেউ ওভার স্টে করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

সোমবার (৭ জুলাই) সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু।’

তিনি বলেন, ‘৩৬ জনের মধ্যে কিছুসংখ্যক অভিযুক্ত হতে পারে তবে সবার কারণ এক নয়।’

আগামী বুধবার এআরএফে (আশিয়ান রিজিওনাল ফোরাম) যোগ দিতে মালয়েশিয়াতে ২ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে জানান তিনি।

এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন কিনা-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, যদি সুযোগ থাকে আমি কথা বলব।  

যদি সেখানে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ হয় তাহলে এ বিষয়ে আলাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে। সেই বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে বুধবার (৯ জুলাই) কুয়ালালামপুর যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়