মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির মধ্যে ৩ জনকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। ৩৬ জনের মধ্যে সকলেই জঙ্গিবাদের সাথে জড়িত নয়, কেউ কেউ ওভার স্টে করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
সোমবার (৭ জুলাই) সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্য অন্যরকম। তারা কিছুদিন ওভার স্টে করেছে বা এরকম কিছু।’
তিনি বলেন, ‘৩৬ জনের মধ্যে কিছুসংখ্যক অভিযুক্ত হতে পারে তবে সবার কারণ এক নয়।’
আগামী বুধবার এআরএফে (আশিয়ান রিজিওনাল ফোরাম) যোগ দিতে মালয়েশিয়াতে ২ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে জানান তিনি।
এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন কিনা-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, যদি সুযোগ থাকে আমি কথা বলব।
যদি সেখানে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ হয় তাহলে এ বিষয়ে আলাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে। সেই বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে বুধবার (৯ জুলাই) কুয়ালালামপুর যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।