শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ১১:১৬ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

দেশের কারা ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদল এনেছে কারা অধিদফতর। একযোগে বদলি বা পদায়ন করা হয়েছে ৩৩ জন ডেপুটি জেলারকে।

বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

যেসব কারাগারের ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে, সেগুলো হলো— কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম, ফেনী, যশোর, কুমিল্লা, খুলনা, কাশিমপুর, কক্সবাজার, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, নোয়াখালী, শেরপুর, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, নাটোর, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ এবং সিলেট কারাগার।

আদেশে বলা হয়, ডেপুটি জেলার মো. মফিজুল ইসলামকে বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, তৌহিদুল ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, মো. রাশেদুল হাসান রিগ্যানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে, মো. আব্দুস সোবহানকে কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে, অর্পন চৌধুরীকে রাঙ্গামাটি জেলা কারাগার প্রেষণে জয়পুরহাট জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. তানজিল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগারে, মো. সাইফুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-১),  তরিকুল ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগারে, মো. সাদ্দাম হোসাইনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগারে, শেফালী আকতারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগারে বদলি বা পদায়ন করা হয়।

এছাড়া, শিল্পী আক্তারকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগারে, আনন্দ কুমার শীলকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মো. রেজাউল করিমকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. মাসুদ হোসেনকে ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, রুবাইয়া সন্ধিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, মো. একরামুল হককে শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, সিরাজুস সালেহীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগারে, সেলিনা আক্তার রেখাকে জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগারে, মো. ইব্রাহীমকে দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে, মো. আশাদুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগারে, মো. আজহারুল ইসলামকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগারে, মো. গোলাম সাকলাইনকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগারে, খাতুনে জান্নাতকে নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, হানিফ আহমেদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি বা পদায়ন করা হয়।

আরও বলা হয়, বাসারাতুল্লাহকে বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগারে, রুকাইয়া পারভিনকে নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, পিটার ঘোষকে বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগারে, আব্দুল মোহাইমেন তূর্যকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, তানিয়া ফারজানাকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে, মঈনুল হক আল মামুনকে খুলনা জেলা কারাগার থেকে খুলনা জেলা কারাগার প্রেষণে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, মো. জাহিদ হাসানকে মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে, মো. হোসেনুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ও মো. মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ (প্রেষণাদেশ প্রত্যাহার) বদলি বা পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়