শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা প্রকাশ

মধ্যপ্রাচ্যে সম্প্রতি সংঘটিত সংঘাতের মধ্যে বাংলাদেশের সরকার ও জনগণের দৃঢ় সংহতি ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, "ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরকার ও জনগণের স্পষ্ট নিন্দা এবং দৃঢ় অবস্থানের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।"

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে যে স্বতঃস্ফূর্ত সমর্থন, সহমর্মিতা ও সাহসিকতা প্রকাশ পেয়েছে, তা বাংলাদেশের ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের প্রতি অটল দায়বদ্ধতারই প্রমাণ।

ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, "ইরানের জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি—আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার জাতীয় ইচ্ছাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।"

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের এই সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে অবৈধ আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিয়েছে।

বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, "আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকারই নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও বটে।"

ইরান দূতাবাস আরও বলে, "সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মুখে জাতিগুলোর মধ্যে পারস্পরিক সংহতি এখন অতীব গুরুত্বপূর্ণ।" সূত্র: টিবিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়