শিরোনাম
◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে 

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত সম্পর্ক হৃদয়ের, শুধু অর্থনীতির নয়: বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে মন্তব্য করেছেন পশ্চিবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (২৩ জুন) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। এর পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

নয় বছর পর ভারতে নিযুক্ত কোনো বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বৈঠকে বসেন মমতা ও হামিদুল্লাহ, চলে ২০ মিনিট।

বৈঠকের শুরুতেই বাংলাদেশের হাই-কমিশনার উপহার হিসেবে মমতা ব্যানার্জীকে বাংলাদেশের জনপ্রিয় মিষ্টি ও শাড়ি দেন। বৈঠকে উপস্থিত ছিলে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিও।

বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও সম্প্রীতি জানানোর জন্য হাইকমিশনারকে অনুরোধ করেন।

মূলত তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে গেছেন বাংলাদেশি হাইকমিশনার। রোববার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সোমবার সকাল ১০টার দিকে কলকাতার বাংলাদেশের উপ-দূতাবাসে পৌঁছান। সেখানে তিনি উপ-দূতাবাসের কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেন।

মঙ্গলবার (২৪ জুন) তৃণমূল কংগ্রেসের সাবেক রাজ্যসভার সদস্য জহর সরকারের সঙ্গে একান্ত বৈঠক করবেন এম রিয়াজ হামিদুল্লাহ। এছাড়া পশ্চিমবঙ্গে তার কিছু ব্যাক্তিগত কাজও রয়েছে। বুধবার (২৫ জুন) দিল্লি ফিরে যাবেন তিনি। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়